হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা শ্রাবন্তী কর

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা শ্রাবন্তী কর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৩ মার্চ ২০২৩

Google News
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা শ্রাবন্তী কর

ঊর্মিলা শ্রাবন্তী কর

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকেই অসুস্থতাবোধ করছিলেন তিনি। পরে বুধবার সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুতই হাসাপাতালে ভর্তি হন উর্মিলা। হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যক্ষণে আছেন তিনি।

ঊর্মিলা জানান, "ডাক্তার বলেছেন আমার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। আমি কথা বলতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারি।"

২০০৯ সালে ঊর্মিলা শোবিজে পা রাখেন। ওই বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু তার। এরপর শুরু করেন অভিনয়।

সৌন্দর্য আর অভিনয় প্রতিভার জোরে অল্প দিনেই অর্জন করেন জনপ্রিয়তা। এরপর ব্যস্ত হয়ে পড়েন নাটকে। সাংগঠনিকভাবেও বেশ দক্ষ এই অভিনেত্রী। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের