বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

ঈদে আসছে নুসরাত ফারিয়ার গান `বুঝি না তো তাই`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ২৪ মার্চ ২০২৩

আপডেট: ২২:৫৬, ২৪ মার্চ ২০২৩

Google News
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গান `বুঝি না তো তাই`

গানের পোস্টারে নুসরাত ফারিয়া

বাংলাদেশ ও কলকাতার ছবিতে অভিনয় করা জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নায়িকা হলেও গায়িকা হয়ে এর আগে কয়েকটি গান উপহার দিয়েছেন তার দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার তার সঙ্গে জুটি বেঁধে নতুন গান নিয়ে হাজির হবেন ব্রিটিশ ব়্যাপার মুমজি স্ট্রেনজার। 

ইতোমধ্যে ‘বুঝি না তো তাই’ শিরোনামের গানটির ট্রেলার মুক্তি পেয়েছে। আসন্ন ঈদে মুক্তি পাবে এই গানটি। ভারতীয় গণমাধ্যম এবিপি’র বরাতে জানা গেছে এ তথ্য।

গানের দৃশ্যে নুসরাত ফারিয়া

গানের ট্রেলারে আবেদনময়ী দৃশ্য দেখে দর্শকরা মুগ্ধ। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। ক্যামেরার ছিলেন সৌমিক হালদার। বিদেশি ব়্যাপারের সঙ্গে সমুদ্রসৈকতে নুসরাতের কেমিস্ট্রি জমে উঠেছে। এসভিএফ মিউজিকের প্রযোজনায় এই গানটি মুক্তি পাবে।

এদিকে এসভিএভের নতুন সিনেমায়ও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে দেখা যাবে নুসরাতকে। সম্প্রতি শেষ করেছেন সিনোমর শুটিং। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলারটি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের