
সাইফ আলী খান ও তার পুত্র ইব্রাহিম
বলিউডে পা রাখছেন সাইফ আলী খান পুত্র ইব্রাহিম আলি খান। তার বোন সারা আলিরও শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।সারা আলী খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন একথা। সারা জানান, তার ভাই অভিনয়ে আসছে, শুট শেষ করেছে। তিনি ও তার মা অমৃতা সিং খুব খুশি।
সারার কথায়, "ভাই বড় হলেও আমার আর মায়ের কাছে এখনও ছোট্ট ইব্রাহিম। তাই স্কুল থেকে ফিরলে আমরা যেমন ওকে নিয়ে হইচই করতাম এখনও শুট থেকে ফিরলে সেটাই করি। এরইমধ্যে প্রথম ছবির শুট শেষ করে ফেলল, বিশ্বাস হচ্ছে না। আশা, দর্শকেরা আমার মতো ওকেও ভালবাসবেন।"
বলিউডের খবর বলছে, মালয়ালি রোমান্টিক-কমেডি ‘হৃদয়ম’-এর হিন্দি ভার্সন ‘সরজমিন’ ছবিতে আত্মপ্রকাশ করবেন ইব্রাহিম। অভিনয়ে আসার আগে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত করণ জোহরের ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সাইফ পুত্র।
রেডিওটুডে নিউজ/এসবি