
হঠাৎ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত কেন অনুষ্কার?
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন অনুষ্কা শর্মা। কেরিয়ারে শীর্ষে থাকাকালীন সময়েই বিরাট কোহলির সঙ্গে বিয়ে হয় তার।তার বছর কয়েকের মাথায় তাদের জীবনে এল মেয়ে ভামিকা।
এরপর থেকেই সিনেমায় অভিনয় অনেকটাই কমিয়ে দেন তিনি। তবে এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন এই অভিনেত্রী। এর ভিতরেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অনুষ্কা।
তিনি আর খুব বেশি অভিনয় করবেন না অভিনেত্রী। হাতেগোনা দুএকটা ছবি করবেন। খুব বেশি হলে বছরে একটা করে ছবিতে দেখা যাবে তাকে।
তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এ বিষয়ে অনুষ্কা জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার বেশি প্রয়োজন তার মাকে। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল এ কথাও জানিয়েছেন অনুষ্কা।
কিন্তু মেয়ের নাকি একেবারেই মাকে ছাড়া চলে না। সারাক্ষণ নাকি মাকে দরকার হয় তার। আর তাই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। সব দিক ভেবেচিন্তে তবেই এই সিদ্ধান্ত নিয়েছেন গুণী এই অভিনেত্রী।
এস আর