
মাইক সিনেমার পোস্টার
বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সিনেমাটি বিনাকর্তনে সেন্সরে ছাড়পত্র পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটির প্রযোজনায় আছেন তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীন। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। গত সোমবার (২৯ মে) সেন্সর ছাড়পত্র পায় ‘মাইক’। ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায়।
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি ‘মাইক’ সিনেমায় জুটি বেধেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন এবং শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।
'মাইক’ সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। সেইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিনেমাটি।
রেডিওটুডে নিউজ/এসবি