
তিন নায়িকার ভিডিও ফাঁস প্রসঙ্গে পরীমনি
তিন নায়িকার গোপন ভিডিয়ো ফাঁস নিয়ে বিতর্কে প্রতি দিনই উঠে আসছে নানা রকম মন্তব্য। আর একে অপরকে দোষারোপ করছেন বাংলাদেশের সমালোচিত অভিনেত্রী পরীমণি ও তাঁর স্বামী শরিফুল রাজ।
কে ফাঁস করেছে অভিনেত্রীদের এসব
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও?
এদিকে পরীর দিকেই পরোক্ষ অভিযোগ তুলেছেন সুনেরাহ। যদিও অভিযোগটি মোটেই মানতে রাজি নন নায়িকা। তাই তিনিও পাল্টা
জবাব দিয়ে সংবাদমাধ্যমে বলেন, “আমি কি পাগল? এ সব প্রকাশ করতে যাব। তবে আমি নিশ্চিত তদন্ত হলে এমন এক জনের নাম প্রকাশ্যে আসবে যা শুনে সকলে অবাক হয়ে যাবেন।’’ কে তিনি? প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘‘নাম বলতে চাই না— আমি নিশ্চিত তিনি রাজের পরিবারেরই কেউ। কোনও কিছুই গোপন থাকে না। এক দিন না এক দিন সত্যি প্রকাশ্যে আসবেই। এমন ঘটনা যে ঘটাতে পারে, সে যে কতটা ভয়ংকর তা স্পষ্ট।”
এই ঘটনার পরেই প্রকাশ হয়েছে যে, বেশ অনেক দিন হল পরীমণির সঙ্গে থাকছেন না শরিফুল। রাজ নাকি ছেলের খোঁজও নেননা। আবার এমনও শোনা যাচ্ছে যে, নায়িকা পরীর পঞ্চম বিয়েও নাকি ভাঙনের পথে।
এই বক্তব্য শোনা মাত্রই রাজ তাঁদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতির কথা উল্লেখ করেন। অভিনেতা বলেন, “আমি পরীর সঙ্গে সংসার করতে চাইছি। কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য তা সম্ভব হচ্ছে না। পরী যেমনটা চাইবে তেমনটাই হবে।”
এস আর