বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

মাকে বিয়ের সময় আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেন: দীঘি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ৬ জুলাই ২০২৩

Google News
মাকে বিয়ের সময় আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেন: দীঘি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, তার মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী। আর বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের অনুসারী ছিল বলেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঁকি দেয়, কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের? এই প্রশ্নের উত্তর দিয়েছেন দীঘি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন তিনি। প্রার্থনা ফারদিন দীঘি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি।

তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু কাজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের