
`জাওয়ান` সিনেমার পোস্টার
গতকাল ৭ সেপ্টেম্বর অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমা হলে শাহরুখ খান হাজির ‘জাওয়ান’ বেশে। ছবিটি দেখতে ভোরবেলায় দলে দলে প্রেক্ষাগৃহে চলে এসেছিলেন অনুরাগীরা।
একইসঙ্গে ছবিটি নিয়ে বিভিন্ন ধরনের পাগলামীও চলছে শাহরুখ ভক্তদের। তবে মন খারাপ করা খবর হচ্ছে, মুক্তির ছয় ঘণ্টার মধ্যে পাইরেসির শিকার হয়েছে ‘জাওয়ান’। অনলাইনে ফাঁস ভার্সন দাবানলের মতো যাচ্ছে ছড়িয়ে।
ছবি ফাঁসের খবর শুনে ভক্তদের অনেকে ডাউনলোড করার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন। বাকিরা ক্ষেপে আগুন। সিনেমার ব্যবসায়িক দিকের কথা চিন্তা করেও উদ্বিগ্ন তারা।
বলিউড সংবাদমাধ্যমসূত্রে খবর হচ্ছে, প্রেক্ষাগৃহে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে আপলোড করে দেওয়া হয়েছে সকল পাইরেসি সাইটগুলোতে। তামিলরকস, টেলিগ্রামস মুভিরুলজ-এর মতো একাধিক সাইটেও শেয়ার হচ্ছে ‘জওয়ান’-এর পাইরেটেড এইচডি ভার্সন।
শাহরুখ খান ‘জাওয়ান’ দিয়ে তিন দশকের ক্যারিয়ারে রেকর্ড করেছেন। প্রথম দিনই প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তে হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’। বিশ্লেষকদের ধারনা, তেমনটাই হতে চলেছে।
এই ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার।ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একাধিক তারকা।
রেডিওটুডে নিউজ/এসবি