
কঙ্গনা রণৌত ও শাহরুখ খান
বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত নিজের কাজ দিয়ে আলোচনায় না এলেও অন্যকে খুঁচিয়ে ঠিকই আলোচনায় থাকতে পছন্দ করেন। অন্যের মন্তব্য নিয়ে করেন ব্যঙ্গও। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে তো ভুল ধরে কটাক্ষ করা যেন তার স্বভাব এখন।
কিন্তু সদ্য মুক্তি প্রাপ্ত শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তি পেতে ভোল পাল্টালেন নায়িকা। শাহরুখকে সিনেমার ঈশ্বর বলে মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন "৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়োকচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে।"
এরপর তিনি লেখেন, "কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।"
অ্যাটলি কুমার নির্মিত এই ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। দীপিকা পাড়ুকোনও আছেন ছবিতে। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।
রেডিওটুডে নিউজ/এসবি