
কৌশানী মুখোপাধ্যায়
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। অসংখ্য অনুরাগী যেমন তার আছে তেমনি নিন্দুকের সংখ্যাও কম না। মাঝে মাঝেই ট্রলের শিকার হতে হয় তার। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কৌশানী। জানিয়েছেন, ফেমাস বলেই তাকে নিয়ে ট্রল করা হয় তাকে নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তিনি বলেন, "ফেমাস বলেই ট্রল হয়– এটা আমার কাছে এখন স্পষ্ট। এও বুঝেছি, ট্রলের জন্য গায়ের চামড়া মোটা করেই যে কোনো কাজে নামতে হবে, তা রাজনীতি হোক কিংবা অভিনয়। কে কী বলল, তা ভাবনায় আনা যাবে না। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলো পড়া বন্ধ করে দিয়েছি।"
আরও বলেন, "সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে, ‘ট্রোল’ নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি, ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই।"
সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি পার্টিতে উদ্দাম নাচে মেতে উঠেন কৌশানী। এরপর থেকে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরা। যা খুশি বলে যাচ্ছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা।
রেডিওটুডে নিউজ/এসবি