
সাদিয়া জাহান প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ফেসবুকের চেয়ে বেশি সময় কাটান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করে থাকেন সেখানে। আর সেখানেই সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন প্রভা।
সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। সেই মুহূর্তটা বেশ সুখকর যে ছিল তা প্রভার অভিব্যক্তিতে ফুটে উঠে। ভিডিও থেকে ভেসে আসে একটি পুরুষ কণ্ঠও।
সেখান থেকে শোনা যায়, "অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।"
ক্যাপশনে তিনি লিখেন, "সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।"
প্রভার এদই পোস্টের কমেন্ট বক্সে ভিড় করেন অনুরাগীরা। অনেকে সহমত প্রকাশ করেন তার সঙ্গে। বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করেন বিষয়টি।
রেডিওটুডে নিউজ/এসবি