মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

পরী এবার `ডোডোর গল্পে`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
পরী এবার `ডোডোর গল্পে`

অনুদানের সিনেমা `ডোডোর গল্পে` যুক্ত হয়েছেন পরীমনি

সরকারি অনুদানের একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউড হিরোইন পরীমনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে নিজের ফেসবুক একাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন তিনি। 

নিজের ফেসবুকে সোমবার দিবাপূর্ব রাতে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। সেখানে উঠে আসে তার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মূহুর্তটি। এরপর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দিও হয়েছেন তিনি। ক্যাপশনে পরী লিখেছেন, 'এটা ডোডোর গল্প।'

মূলত ডোডোর গল্প নামে অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় এই ডোডোর গল্প ছবিটি। সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন নাজমুল হক ভূঁইয়া। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের