শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

রাজ্যের সঙ্গে ডিভোর্স আর বাচ্চা ইস্যুতে পরীমনির স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১০:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
রাজ্যের সঙ্গে ডিভোর্স আর বাচ্চা ইস্যুতে পরীমনির স্ট্যাটাস

সন্তান রাজ্যের সঙ্গে রাজ ও পরীমনি

আলোচিত ঢাকাই জুটি পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙে গেছে। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। বিষয়টি নিয়ে সারাদিন মুখ বন্ধ রাখলেও সামাজিক মাধ্যমে ডিভোর্সের খবর দেওয়ার পাশাপাশি পরী জানিয়েছেন, রাজ তার সঙ্গে যে অন্যায় করেছে এতে রাজের জেলে থাকার কথা ছিল।

নিজের ফেসবুকে পুরোনো একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন বুধবার রাতে পরীমণি। সেইসঙ্গে রাজকে ডিভোর্স দেয়ার কথা উল্লেখ করে পরী লিখেন, "আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।"

একমাত্র সন্তানের অভিভাবকত্ব নিয়ে পরী লিখেন, "আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করব। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।"

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। কিন্তু খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন দুজন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের