শাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ, বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

Radio Today News

শাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ, বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৯, ১৯ জানুয়ারি ২০২৬

Google News
শাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ, বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

হাইকোর্টের স্থগিতাদেশের বিপরীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত দিনে আয়োজনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাবি ক্যাম্পাস। 

ভোট আয়োজনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। পাশাপাশি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেছেন তারা।  

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। প্রশাসনিক ভবন ঘিরে অবস্থান নিয়ে স্লোগান-মিছিলে বিক্ষোভ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ ও অবরোধে ওই সড়কে যানজট দেখা গেছে। গাড়িগুলো ধীর গতিতে চলছে।

বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের ঘটনাস্থলে দেখা গেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট হতে হবে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এদিকে, আজ দুপুরে নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বিএনপিপন্থী আট জন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন। বিপরীতে অপর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক-ইউটিএল’র বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার নির্বাচনের দাবি জানান। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দেন।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের