ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

Radio Today News

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬

Google News
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। ওই অ্যাম্বুলেন্সে রোগীসহ মোট চারজন যাত্রী ছিলেন। তবে দ্রুত সবাই নিরাপদে নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী ঢাকা মেট্রো-ছ ৭১-৪৫৩১ নম্বরের একটি অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের ফলে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই লেনে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগীসহ ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। তবে চালক, রোগী ও সহকারীসহ চারজনই নিরাপদে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের