আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির ২০তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
বৈঠকে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার সদস্য। এর মধ্যে ১ লাখ সেনা সদস্য এবং ১ লাখ ৪৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অংশ হিসেবেই এই বিশাল বাহিনী ও আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বডি ক্যামেরা দেয়া হয়েছে ২৫ হাজার। এছাড়া নিরাপত্তার দায়িত্ব সক্রিয় থাকবে ডগ স্কোয়াডও।
রেডিওটুডে নিউজ/আনাম

