প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ একটি প্রতিনিধি দল।
সোমবার বিকেল প্রায় সোয়া পাঁচটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওই কমিটির সচিব মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

