রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদেশি কূটনীতিকরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে একই দিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং কানাডার রাষ্ট্রদূত অজিত সিং তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, মোট ৯ জন কূটনীতিকের সঙ্গে বৈঠকে বিএনপির ৩১ দফা, ভবিষ্যৎ কূটনৈতিক নীতি, ট্রেড ও ইনভেস্টমেন্ট, রোহিঙ্গা সংকট এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে কূটনৈতিকরা সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকগুলো ছিলো অত্যন্ত ফলপ্রসূ।
রেডিওটুডে নিউজ/আনাম

