রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

বলিউডে আর কাজ করবেন না `জওয়ান` নায়িকা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৩

Google News
বলিউডে আর কাজ করবেন না `জওয়ান` নায়িকা!

দক্ষিণি নায়িকা নয়নতারা

শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’ বিশ্বব্যাপী রমরমিয়ে চলছে। এই ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি জনপ্রিয় নায়িকা নয়নতারার। তবে গুঞ্জন উঠেছে দারুণ ব্যবসা করা ‘জাওয়ান’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে সন্তুষ্ট না নয়নতারা। উল্টো ক্ষুব্ধ হয়েছেন শাহরুখ খান ও নির্মাতা অ্যাটলির ওপর। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি।

জানিয়েছেন, "এমন খারাপ অভিজ্ঞতার পর বলিউডে আর কোনওদিন কাজই করব না।" আরও শোনা যাচ্ছে, ছবির পরিচালক অ্যাটলির বিরুদ্ধে নাকি মানহানির মামলাও করবেন নয়নতারা!

মূলত ছবি থেকে তার স্ক্রিন প্রেজেন্স বেশ খানিকটা ছেঁটে ফেলায় নির্মাতা অ্যাটলির ওপর নয়নতারা বেজায় চটেছেন। ছবিতে নর্মদা রাই নামে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন নয়ন। সিনেমার প্রথমার্ধে ধামাকা অ্যাকশন সিকোয়েন্স আর সংলাপের মাধ্যমে নিজের ঝাঁজ বুঝিয়েছেন দক্ষিণী এ অভিনেত্রী। কিন্তু ‘জওয়ান’-এর দ্বিতীয়ার্ধ অনেকটাই ‘দীপিকাময়’। একারণে ক্ষোভ এ সুন্দরী নায়িকার।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের