মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

ছেলের জন্মদিনে ৩৫ লাখের গাড়ি উপহার মাহির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ৩১ মার্চ ২০২৪

Google News
ছেলের জন্মদিনে ৩৫ লাখের গাড়ি উপহার মাহির

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাকিব সরকার এবং মাহির ছেলে ফারিশের জন্মদিন ছিল ২৮ মার্চ। কিছুদিন আগেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন মাহিয়া মাহি। এবার ছেলের প্রথম জন্মদিন নানা আয়োজনে উদযাপন করতে দেখা গেছে মাহিকে।

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ নিয়ে চর্চার মাঝেই বিশেষ দিনে ছেলেকে ৩৫ লাখ টাকা দামের গাড়ি উপহার দিলেন মাহি। জন্মদিনের সন্ধ্যায় তার উত্তরার বাসায় ছেলেকে সামনে নিয়ে গাড়িটি উন্মোচন করেন তিনি।

ছেলেকে গাড়ি উপহার দেওয়ার মুহূর্তের সেই ভিডিও পোস্ট করে মাহি লিখেছেন, 'আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি। '

ছবি ও ভিডিওতে মা-ছেলেকে হাসিমুখেই দেখা গেছে। এই গাড়ির দাম প্রায় ৩৫ লাখ টাকা। তবে একা মাহি নন, ছেলের জন্মদিনে মান-অভিমান ভুলে অভিনেত্রীর উত্তরার বাড়িতে আসেন স্বামী রাকিব সরকারও।

এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ফারিশের বাবা তাঁর জন্য সোনার চেন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে এসেছিলেন।

মাহি বলেন,'২৮ মার্চ সন্ধ্যায় ফারিশকে নিয়ে প্রথমে রাকিব কেক কাটেন। এরপর আমাদের পরিবারের সদস্যরা মিলে কেক কাটি। ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে গিয়েছেন রাকিব। '

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের