হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

Radio Today News

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ২১ জানুয়ারি ২০২৬

Google News
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২১ বছর পর সিলেট সফরে এসেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দর থেকে বিএনপির লাল-সবুজ বাসে তিনি নগরের উদ্দেশে রওনা দেন।

সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

দুই ওলির মাজার জিয়ারত শেষে রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে যান তারেক রহমান। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শ্বশুরবাড়িতে তিনি প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন।

রাতে তিনি নগরের বিমানবন্দর সড়কে অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ রাত্রিযাপন করবেন।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন এবং সেখানে ভাষণ দেবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের