দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে। নতুন এই দাম ভাঙলো অতীতের সব রেকর্ড।
বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে।
নতুন দাম অনুযায়ী-
- ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা,
- ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা,
- ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫৬৯ টাকা এবং
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দামও।
- ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ছয় হাজার ৮৮২ টাকা,
- ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ছয় হাজার ৫৩২ টাকা,
- ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা এবং
- সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম চার হাজার ২০০ টাকা।
রেডিওটুডে নিউজ/আনাম

