প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

Radio Today News

কুমিল্লা-৭ আসন

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৫, ২১ জানুয়ারি ২০২৬

Google News
প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই শোডাউন ও প্রচারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবারই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী একই দিন বিকেলে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে একটি বড় শোডাউন বের করেন। শোডাউনটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের