চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বৃদ্ধ মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। তবে বরাবরই অভিনয়ের বাইরে গিয়ে খবরের শিরোনাম হচ্ছেন তিনি। যাই হোক না কেনো ফের অভিনয়ে মনোযোগ দিচ্ছেন মাহি। এজন্য বেশি কাজ নয়, মনসম্মত কাজ করতে চান তিনি।
মাহিয়া মাহি বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। খুব বেশি কাজের আমার দরকার নেই। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ, কাল্কি এর জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে আমি তেমনই অপেক্ষা করতে চাই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, যেন তারা আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়।’
তিনি বলেন, ‘শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্ব নয়। আমার অগ্নি, পোড়ামনের মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’
সম্প্রতি ভাইরাল হয়েছে মাহির নাচের একটি ভিডিও। যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে। নেতিবাচক মন্তব্যের তালিকা। নাচের ভিডিওতে দেখা গেছে, শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়। কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন। ভিডিওতে তার এমন অঙ্গ ভঙ্গি পছন্দ করেছে অনেকেই। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা। ভিডিওতে মাহির পরনের ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট।
কেউ বলছেন, ‘অনেক দিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’