রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

নভেম্বরে মা হচ্ছেন ক্যাটরিনা?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ৮ আগস্ট ২০২৫

Google News
নভেম্বরে মা হচ্ছেন ক্যাটরিনা?

কড়া নিরাপত্তায় চার বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা কাইফ। এবার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি নিরাপত্তা বহাল রাখছেন অভিনেত্রী, এমন প্রশ্নই এখন চারদিকে!

প্রায় দুই বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নয়তো তীর্থস্থানে দেখা গেছে তাকে। এরমধ্যে কয়েকবারই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসে চর্চায়।

কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে। চলতি বছরেই নাকি আসছে ভিকি-ক্যাটের সন্তান!
গত বছর আম্বানি-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাগরিকের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে, সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যেতেই জল্পনা দ্বিগুণ হয়।

সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকানোর চেষ্টা করছেন?
শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা।

সমাজমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’ 
এখন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই এই পোস্টটি নিয়ে আপত্তি জানাননি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দম্পতি এই মুহূর্তে একেবারেই চুপ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের