বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ১৮ মার্চ ২০২৩

Google News
ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা

আজকের দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহসহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যু দিন।

চলুন তাহলে জেনে এসে যাক এক নজরে আজকের দিনের ইতিহাস সম্পর্কে :

ঘটনাবলি:

১. ১৮০০- আজকের এই দিনে শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই 'সমাচার' প্রকাশ হয় ১৮০০ সালে।

২. ২০২০- আজকের এই দিনে সর্বপ্রথম বাংলাদেশে এক রোগীর মৃত্যু ঘটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালে।

৩. ১৮৭১- আজকের এই দিনে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয় ১৮৭১সালে ফ্রান্স।

৪. ১৯৯৪- আজকের এই দিনে ওয়াশিংটনে বসনীয়া - মুসলিম - ক্রট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয় বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ১৯৯৪ সালে।

৫. ১৭৮৬- আজকের এই দিনে ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় কলকাতায় ১৭৮৬ সালে।

জন্ম:

১. ১৮২৮- আজকের এই দিনে ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম রেণ্ডাল ক্রেমার ১৮২৮ সালে জন্মগ্রহণ করেন।

২. ১৮৫৮- আজকের এই দিনে জার্মান উদ্ভাবক রুডলোফ ডিজেল ১৮৫৮ সালের জন্মগ্রহণ করেন।

৩. ১৯০৩- আজকের এই দিনে গালেয়াজো কিয়ান ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন যিনি একজন ইতালিয়ান সাংবাদিক ছিলেন।

৪. ১৯৩৯- আজকের এই দিনে সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় রনঅ্যাটকিনসন ১৯৩৯ সালে জন্মেছিলেন।

৫.১৯১০- আজকের এই দিনে ১৯১০ সালে প্রখ্যাত শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১. ৯৭৮- আজকের এই দিনে ৯৭৮ সালে এডওয়ার্ড মারটার মৃত্যুবরণ করেন যিনি একজন ইংরেজ রাজা ছিলেন।

২. ১৯৭৪- আজকের এই দিনে ২০ শতকের একজন বাঙালি কবি বুদ্ধদেব বসু ১৯৭৪ সালে প্রয়াত হন।

৩. ১৯৮০- আজকের এই দিনে ১৯৮০ সালের জার্মান দার্শনিক এরিক ফরম মারা যান।

৪. ২০২২- আজকের এই দিনে রবীন্দ্র গবেষক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২০২২সালে মৃত্যু বরণ করেন।

৫. ২০০৭- আজকের এই দিনে ভারতীয় সাবেক ইংরেজ কোচ এবং ক্রিকেটার বব উলমার ২০০৭ সালে প্রয়াত হন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের