
চীন এবং মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি কৌশলগত আলোচনা ব্যবস্থা চালুর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এই চুক্তি সই হয়।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ওয়াং ই বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম আরব ও আফ্রিকান দেশগুলোর মধ্যে মরক্কো অন্যতম। দুই দেশের রাষ্ট্রনেতাদের কৌশলগত দিকনির্দেশনার কারণে চীন-মরক্কো সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অন্যদিকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বুরিতা বলেন, মরক্কো এক-চীন নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পূর্ণ সমর্থন জানায়।
মরক্কো চীনের সঙ্গে 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতা আরও গভীর করতে, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান বাড়াতে এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে ইচ্ছুক।
রেডিওটুডে নিউজ/আনাম