
চীন ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে বিশ্বের বৃহত্তম পরিবেশ পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। এতে পানি, বায়ু, মাটি ও শব্দসহ সব ধরনের পরিবেশ উপাদান পর্যবেক্ষণের আওতায় এসেছে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও পরিবেশমন্ত্রী হুয়াং রুনছিউ।
শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ৩৩ হাজারেরও বেশি মনিটরিং স্টেশন রয়েছে। এগুলো চীনের সব প্রিফেকচার স্তরের শহর, প্রধান নদী অববাহিকা এবং চীনের অধীনস্থ সামুদ্রিক এলাকায় বিস্তৃত।
পুরো পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অটোমেশন ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি কাজে লাগিয়ে এই নেটওয়ার্ককে আরও বুদ্ধিমান রূপে রূপান্তর করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম