সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩১, ১৩ জানুয়ারি ২০২৬

Google News
সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে

খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন সাফল্য অর্জন করেছে চীন। ক্রোমাইট খনন ও অপ্রচলিত তেল–গ্যাস অনুসন্ধান—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস)।

সিজিএস জানায়, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ সার্তোকাই আকরিক বেল্টে ‘সার্তোকাই–২৭’ নামে একটি নতুন আকরিক ক্লাস্টার আবিষ্কৃত হয়েছে। এতে মোট ২০টি আকরিক-বডি শনাক্ত হয়েছে, যার গড় মান ৩০.৭৩ শতাংশ। 

প্রতিবেদন অনুযায়ী, এই আকরিক বেল্টে ক্রোমাইট থাকার বিপুল সম্ভাবনা রয়েছে। ক্রোমাইট চীনের দুষ্প্রাপ্য কৌশলগত খনিজ। কালো বা বাদামি-কালো খনিজটি বিশেষ ধাতব মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয়, যেখানে কোবাল্ট, নিকেল ও টাংস্টেনের মতো উপাদান থাকে। মহাকাশ, বিমান, গাড়ি ও জাহাজ নির্মাণ শিল্পে এর গুরুত্ব অনেক।

মধ্য চীনের হুবেই প্রদেশের পশ্চিমাঞ্চলে তেল–গ্যাস উত্তোলনেও বড় সাফল্য পেয়েছেন চীনা গবেষকরা। তারা প্রথমবারের মতো এখানকার পারমিয়ান স্তর থেকে শিল্পমানের গ্যাস প্রবাহ নিশ্চিত করতে পেরেছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের