বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি পরিচর্যা বিমা (লং-টার্ম কেয়ার ইনস্যুরেন্স) কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে চীন। জাতীয় স্বাস্থ্য বিমা প্রশাসন জানিয়েছে, আগামী কয়েক বছরে এই কর্মসূচিকে চীনজুড়ে বিস্তৃত করার পাশাপাশি সহায়ক নীতিমালা জোরদার করা হবে।
২০১৬ সাল থেকে ৪৯টি শহরে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় এখন প্রায় ৩০ কোটি মানুষ আছে। এর মাধ্যমে ৩৩ লাখের বেশি প্রতিবন্ধী ব্যক্তি উপকৃত হয়েছেন এবং এ পর্যন্ত তহবিল থেকে ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি।
এই উদ্যোগের ফলে বয়স্ক পরিচর্যা ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বেড়েছে। ২০২১ সাল থেকে পরীক্ষামূলক শহরগুলোতে ৫০ বিলিয়ন ইউয়ানের বেশি সামাজিক পুঁজি বিনিয়োগ হয়েছে। এখন চীনে ৮,৮০০-এর বেশি দীর্ঘমেয়াদি পরিচর্যা প্রতিষ্ঠান এবং প্রায় ৩ লাখ নার্সিং পেশাজীবী এ খাতে কাজ করছেন।
চীনে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ইতোমধ্যে ৩১ কোটিতে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ। সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে গুরুতর প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে সবার জন্য এই বিমা ব্যবস্থার আওতা নিশ্চিত করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

