এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

Radio Today News

নতুন মার্কিন রাষ্ট্রদূত

এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৫, ১২ জানুয়ারি ২০২৬

Google News
এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যার সঙ্গে তার ও তার স্ত্রীর অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে।

ওয়াশিংটন থেকে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

এর আগে, গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি শপথ নেন। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান। মার্কিন সিনেট গত ১৮ ডিসেম্বর ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগ অনুমোদন করে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক। ঢাকায় আসার আগে তিনি আর্মস কন্ট্রোল ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন। এই দায়িত্বে তিনি নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত বৈশ্বিক কার্যক্রম তদারক করেন।

এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ফিলিপাইন, ভিয়েতনাম ও এল সালভাদরে মার্কিন মিশনেও কাজ করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের