শেখ হাসিনার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার বিচারিক আদালতে নিয়ে আসা একটি প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা - কর্মীরা।
সোমবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে অংশ নিতে তারা বিচারিক আদালতে গিয়েছিলেন।
মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান।
আদালত তার আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন রাখেন।
অন্যদিকে, চব্বিশের জুলাইয়ের ঘটনায় এক হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে মি. পলককে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছিলো।
হাদী হত্যা মামলার শুনানি শেষে সিএমএম কোর্টের নিচে দাঁড়িয়ে ছিলেন তারা।
সেসময় আদালতের হাজতখানা থেকে মি. পলককে বহনকারী প্রিজন ভ্যানটি বের হলে ইনকিলাব মঞ্চের কর্মীরা ডিম ছুঁড়ে মারেন। নানা স্লোগানও দেন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম

