শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

পর্তুগালে ইসলামি সেন্টারে ছুরিকাঘাতে দুই নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২৯ মার্চ ২০২৩

Google News
পর্তুগালে ইসলামি সেন্টারে ছুরিকাঘাতে দুই নারী নিহত

পর্তুগালের রাজধানী লিসবনের আভেনিদা লুইসিয়াদায় ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। বড় একটি ছুরি হাতে থাকা সন্দেহভাজন আক্রমণকারীর পায়ে গুলি করেছে পুলিশ। খবর: বিবিসি’র।

মঙ্গলবারের সকাল ১১টার দিকে সংঘটিত এ হামলার উদ্দেশ্য কী তা জানা যায়নি। তবে গুলিবিদ্ধ আহত সন্দেহভাজন হামলাকারী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সন্দেহভাজন হামলাকারী সম্ভবত আফগান নাগরিক এবং নিহত দুই নারীর একজন তার ইংরেজি শিক্ষক এবং অপরজন সহপাঠী।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা এ ঘটনায় দু:খপ্রকাশ করে জানান, সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য বোঝা যায়নি। 

আফগান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ওমেদ তায়েরি বলেন, হামলাকারী বছর খানেক আগে পর্তুগালে এসে পৌঁছান। ইসমাইলি সেন্টার তাকে সহযোগিতা করছিল। তিন সন্তানের এই বাবার স্ত্রী অর্থাৎ সন্তানদের মা গ্রিসে শরণার্থী শিবিরে মারা যান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের