শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র `ইয়ারস` নিয়ে মহড়া শুরু রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৯ মার্চ ২০২৩

Google News
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র `ইয়ারস` নিয়ে মহড়া শুরু রাশিয়ার

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ইয়ারস' ও হাজার হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। মনে করা হচ্ছে, পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

বুধবার (২৯ মার্চ) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনীর তিন হাজারের বেশি সদস্য ও তিনশ’র বেশি সরঞ্জাম মহড়ায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান লক্ষ্য হলো ইয়ারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা। দেশটিতে টপোল সিস্টেমের পরিবর্তে ইয়ারসকে নিয়ে আসা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালে ইয়ারস ব্যবস্থা তিন অঞ্চলে রণকৌশল প্রদর্শন করবে। তবে কোন তিন অঞ্চলে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের