বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

Radio Today News

কমলা হ্যারিস ‘আসল ফ্যাসিস্ট’, মন্তব্য ট্রাম্পের 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ অক্টোবর ২০২৪

Google News
কমলা হ্যারিস ‘আসল ফ্যাসিস্ট’, মন্তব্য ট্রাম্পের 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। কমলার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি নই, ‘আসল ফ্যাসিস্ট’ কমলা। 

সোমবার জর্জিয়ায় এক নির্বাচনি প্রচারে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের। 

এ সময় তিনি বলেন, তাকে নাৎসি বলা হলেও তিনি নাৎসির উল্টোদিকে রয়েছেন।

নির্বাচনি প্রচারে ট্রাম্প বলেন, ‘নির্বাচনি প্রচারে নতুন এক কথা খুঁজে পেয়েছেন কমলা হ্যারিস। কেউ তাকে ভোট না দিলেই তিনি বলে বসেন, ওই ব্যক্তি নাৎসি।’ কিন্তু ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই কথা বলেননি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সে কথাই বলছে। 

স্থানীয় সময় গত বুধবার পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টিতে একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট বলে মন্তব্য করেন কমলা হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে জানতে চায় সিএনএন। তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পকে তিনি ফ্যাসিস্ট মনে করেন কিনা।
ওই প্রশ্নে হ্যারিস বলেন, ‘হ্যাঁ আমি মনে করি। আমি বিশ্বাস করি, ট্রাম্প একজন ফ্যাসিস্ট। আমি এটাও বিশ্বাস করি, যারা তাকে সবচেয়ে ভালো চেনেন, তাদেরও এ বিষয়ে বিশ্বাস করা উচিত।’  

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এ অবস্থায় শেষ দিকের প্রচারে এসে হ্যারিস ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করা বাড়িয়ে দিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংলগ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে দাবি করেছেন। এর জবাবও দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের