সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক ১০ জন বাংলাদেশিকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলার নেয়ামত আলী ও তার স্ত্রী পাপিয়া বেগম, পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু ও তার দুই ছেলে হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা, খুলনার তেরখাদার আব্দুল মোছা ও তার স্ত্রী আফরোজ মোল্লা এবং মেয়ে রুকাইয়া খাতুন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে হস্তান্তর করা ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন। সেদেশের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়েন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের