
ফাইল ছবি
চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এদিন সকাল থেকে জেলার সর্বত্র দোকানপাট বন্ধ রয়েছে। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে সব বয়সের মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক জানান শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রেডিওটুডে নিউজ/এসএস