
প্রতীকী ছবি
যশোর সদর থেকে উদ্ধার করা হয়েছে শপিং ব্যাগে ফেলে যাওয়া জীবিত এক নবজাতককে।
সোমবার (২৮ মার্চ) সকালে সদরের চুড়ামনকাটি রেল লাইনের পাশে স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) শাহিন ফরহাদ জানান, শিশুটি পুরোপুরি সুস্থ আছে। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। ভোরের দিকে বাচ্চাটিকে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে ধারণা এলাকাবাসীর।
রেডিওটুডে নিউজ/এসএ