বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বদির চার ভাইসহ ১০১ ইয়াবা কারবারির কারাদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৩ নভেম্বর ২০২২

Google News
বদির চার ভাইসহ ১০১ ইয়াবা কারবারির কারাদণ্ড

মাদক মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাইসহ ১০১ জন ইয়াবা কারবারিকে এক বছর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

তবে অস্ত্র আইন মামলায় ১০১ জনের সবাইকে খালাস দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টায় ১৭ আসামিকে আদালতে তোলা হয়। এই রায় সম্পর্কে জানতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেছেন উৎসুক জনতা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, মামলায় বাকি ৮৪ আসামি পলাতক রয়েছে। এদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন।

পলাতক আসামিদের মধ্যে আছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন ওরফে আমিনুল ইসলাম, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুপাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমান নিপুসহ অন্তত ১২ জন নিকটাত্মীয়।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা এবং ৩০টি দেশি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম। পরে বিচারিক কার্যক্রম চলাকালে ২০১৯ সালের ৭ আগস্ট মো. রাসেল নামে একজন আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের