রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

মধ্যরাতে হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৩

Google News
মধ্যরাতে হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ব্লকের সাত তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, হঠাৎ করেই জোরে তীব্র আওয়াজ হয়। তারপর সবাই নিচে নেমে ফিরোজকে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। এছাড়াও একজন ফিরোজকে সাত তলা থেকে পড়তে দেখেছেন বলে জানান তারা।

তবে বিষয়টি দুর্ঘটনা না কি আত্মহত্যা এ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ২ সেপ্টেম্বর থেকে ফিরোজ অসুস্থ ছিলেন। পরে ডেঙ্গু টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে। এছাড়াও ৬ সেপ্টেম্বর ফেসবুকে তার আইডিতে লিখেন, ‘মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেয়া হোক। সবাই বাঁচুক, আপন প্রাণে আপন চাওয়াতে মানুষ বাঁচুক।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘কাজী ফিরোজ নামের এক ছাত্রকে মেডিকেলে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ভবন থেকে পড়ে আহত হয়েছিলেন বলে জেনেছি।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, হাসপাতালে নেয়ার পর ফিরোজের বিষয়ে ডাক্তার নেগেটিভ বার্তা দিয়েছেন। এখন মেডিকেল ছাড়পত্রের জন্য অপেক্ষায় আছি। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকার পথে রওনা দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের