বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৫ আষাঢ় ১৪৩২

বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৫ আষাঢ় ১৪৩২

Radio Today News

একই দিনে একজন মানুষের তিনটি ফোন কীভাবে হারায়, প্রশ্ন আনারকন্যার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ১২ জুন ২০২৪

Google News
একই দিনে একজন মানুষের তিনটি ফোন কীভাবে হারায়, প্রশ্ন আনারকন্যার

ভারতে নিহত ঝিনাইদহ-৪ এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, গিয়াস বাবু নামে যাকে আটক করা হয়েছে, তিনি আমার বাবার প্রতিপক্ষ নন। আমাদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই।

আমার মনে অনেক প্রশ্ন জাগছে। আপনারা দেখেছেন, আটকের আগে থানায় তিনি (গিয়াস বাবু) জিডি করেছেন যে, তার তিনটি ফোন হারিয়ে গেছে। একই দিনে একজন মানুষের তিনটি ফোন কীভাবে হারিয়ে যায়, সেটাও আমার প্রশ্ন।  

বুধবার (১২ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আনারকন্যা।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গেল ১৭ তারিখে তার (গিয়াস বাবু) সঙ্গে ভাঙায় দেখা হয়েছে, সেখানে টাকা লেনদেনের একটা কথা উঠেছে, যা আমি খবরে শুনেছি। আমার কথা হলো, এই টাকার জোগানদাতা কে? কেনো তারা এটা করিয়েছে? এগুলো কী পরিকল্পিতভাবে করা হয়েছে! গিয়াস বাবু তো আমার বাবার শত্রু না। এই কাজগুলো কে করাচ্ছে, সেটা আমি বারবার বলেছি।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের