
সংগৃহিত ছবি
আমরা নিত্যদিনের ঝুট ঝামেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেও মাথায় উকুন বাসা বাধার সমস্যা নিয়ে ততটা আলোচনা করি না। মাথায় উকুন হলে প্রচুর পরিমাণে অস্বস্তিতে ভুগতে হয়। আর এই প্রবলেমটি পুরুষের তুলনায় নারীদের মধ্যেই বেশি দেখা যায়।
মাথায় উকুন হাওয়ার কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। মাথায় বাসা বাঁধা উকুন যে শুধু আমাদের অস্বস্তির কারণ তা কিন্তু নয় এটি আমাদের স্বাস্থ্য এবং চুলের ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করে থাকে। মাথায় উকুন হলে তা খুব দ্রুত দূরীকরনের উপায় অবলম্বন করা উচিত।
ঘরোয়া উপায়ে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার সম্পর্কে কিছু টিপস চলুন জেনে আসা যাক :
১. চার কোয়া রসুনের রস এবং লেবুর রস একসাথে মিশিয়ে মাথায় লাগাতে পারেন। এরপর তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা রেখে দিন। পরবর্তীতে শ্যাম্পু করে নিন।
২. ভিনিগারে উপস্থিত এসিটিক অ্যাসিড উকুনের বিষ হিসেবে বেশ কার্যকরী। কিছুটা ভিনেগার নিয়ে মাথার ত্বকে ১০ মিনিট হালকা করে মালিশ করুন। এবং পরবর্তীতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন করে টানা দুই মাস ব্যবহারের ফলে এর কার্যকরী ফল পাওয়া যাবে।
৩. পেঁয়াজের রসে উপস্থিত সালফার উকুন মারতে সাহায্য করে। পেঁয়াজের রস দুই ঘন্টা মত মাথার চুলে লাগিয়ে রাখুন। পরবর্তীতে ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া পদ্ধতি গুলো নিয়মিত অবলম্বন করলে উকুনের সমস্যা থেকে পাবেন চিরতরে মুক্তি।
এস আর