
ফাইল ছবি
বেহাল সড়ক সংস্কার না করার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকার উদ্দেশে সব বাস ও ট্রাকের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন মন্তা। রোববার (১৬ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সমিতির নেতারা বলছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এর আগে ২ জানুয়ারি ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স ময়মনসিংহ প্রেসকাবে সংবাদ সম্মেলন করে। সেখানে ১৫ জানুয়ারি মধ্যে সড়কের ওই অংশ চলাচলের উপযোগী করা না হলে বাস ও ট্রাক বন্ধের হুঁশিয়ারি দেয়া হয়েছিল।
রেডিওটুডে নিউজ/ইকে