
ওবায়দুল কাদের (ফাইল ছবি)
কুমিল্লায় ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এর আগে কুমিল্লা নগরীর একটি মন্দিরে পবিত্র কুরআন অবমাননার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এতে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
রেডিওটুডে নিউজ/ইকে