সোমবার,

২৮ এপ্রিল ২০২৫,

১৫ বৈশাখ ১৪৩২

সোমবার,

২৮ এপ্রিল ২০২৫,

১৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

২২৩ স্থানীয় নির্বাচনে প্রচারের সময় ১৫ দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ১১ জুলাই ২০২৪

Google News
২২৩ স্থানীয় নির্বাচনে প্রচারের সময় ১৫ দিন

বিভিন্ন স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা। আগামী ১৫ দিন তারা প্রচার কাজ চালাতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন জেলা পরিষদের ২৩ টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হয়েছে বৃহস্পতিবার। প্রার্থীরা প্রতীক নিয়েই প্রচারে নেমেছেন। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরু ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচারে চালাতে পারেন৷ আগামী ২৭ জুলাই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে৷ সে অনুযায়ী, ১১ জুলাই থেকে ২৫ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত ১৫ দিন প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের