রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

১৮ মে ২০২৫,

৩ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

পুশইন নয়, বাংলাদেশিদের সঠিক নিয়মে পাঠাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ মে ২০২৫

আপডেট: ১৪:৩৭, ১৭ মে ২০২৫

Google News
পুশইন নয়, বাংলাদেশিদের সঠিক নিয়মে পাঠাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুশইন নয়, বাংলাদেশি নাগরিকদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে সুন্দরবনের বয়েসিং চ্যানেলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করছে। এ বিষয়ে কূটনীতিকভাবে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারত যেন পুশইন করতে না পারে সেবিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা জানান, গতকাল শুক্রবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করেছিল ভারত। তবে বিজিবি- আনসারের পাশাপাশি জনগণও সেটা একত্রিতভাবে প্রতিহত করেছে।

সূত্র বলছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে নীরবে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিনশো মানুষকে বাংলাদেশের সীমানায় ঠেলে দিয়েছে দেশটি। দিল্লিকে চিঠি দিলেও তাতে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পাল্টা পুশব্যাকের চিন্তা করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, সীমান্তে ভারতের পুশইন সুপরিকল্পিত ও ন্যক্কারজনক। যথাযথ প্রক্রিয়ায় পুশইন না করায় বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদলিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া পুশইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সজাগ দৃষ্টি রাখছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের