
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ‘অনানুষ্ঠানিক’ ফল ঘোষণা শেষ হয়েছে। এতে ভিপি পদে ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, ১১ হাজার ১১৮ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ১০২০ ভোটের ব্যবধানে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে হারিয়ে এজিএস হয়েছেন শিবিরের সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনা আজ সকাল ৮টায় শেষ হয়েছে। ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
নির্বাচনের ১৫ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ৬৮৪ ভোট। তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। তাদের মাঝে ভোটের ব্যবধান ৯ হাজার ২৮৭ টি।
জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন আধিপত্যবিরোধী প্যানেলের জিএস প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ১১৮টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ৩৯১টি।
এ দিকে এজিএস পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ছাত্রশিবিরের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। তাদের মাঝে ভোটের ব্যবধান ১ হাজার ২০টি।
হল সংসদে শিবিরের বড় ব্যবধানে জয়
নির্বাচনে হল সংসদের শীর্ষ পদে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাত ৮টায় শুরু হওয়া ভোট গণনা শেষ হয় সকাল ৮টায়। ঘোষিত ফলাফলে দেখা যায় প্রতিটি হলেই ভিপি, জিএস এবং এজিএস তিনটি পদই পেয়েছে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা।
মাদার বখশ হল সংসদে ভিপি পদে মো. রুবেল আলি ও জিএস পদে ইব্রাহিম হোসাইন, শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি পদে রানা হোসাইন ও জিএস পদে তানজীল হোসাইন, শাহ মখদুম হলে ভিপি পদে শামীম পাটোয়ারী ও জিএস পদে বায়জিদ, নবাব আব্দুল লতিফ হলে নেয়ামত উল্যাহ ও জিএস পদে নুরুল ইসলাম শহীদ, সৈয়দ আমির আলি হলে ভিপি পদে নাঈম ইসলাম ও জিএস পদে সাব্বির ইসলাম, শহীদ শামসুজ্জোহা হলে আশিকুর রহমান ও জিএস পদে সোয়াইব হোসেন, হবিবুর রহমান হল সংসদে ভিপি পদে আহমাদ আহসান উল্লাহ ফারহান ও জিএস পদে আশিক শিকদার, মতিহার হলে তাজুল ইসলাম ও জিএস পদে আরিফুল ইসলাম, সোহরাওয়ার্দী হলে ভিপি কাউসার হাবিব ও জিএস সাচ্ছু হোসেন, বিজয়-২৪ হলে ভিপি রাছেল মিয়া ও জিএস ইমরুল হাসান মিশকাত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও নারী শিক্ষার্থীদের হলগুলোর সংসদেও বড় ব্যবধানে জয় পেয়েছে ছাত্রশিবিরের প্যানেল। বেগম খালেদা জিয়া হল সংসদে ভিপি পদে সাবরিনা মারজান ও জিএস পদে জারিন তাসনিম রিফা, জুলাই-৩৬ হলে ভিপি পদে সৈয়দা সমাপিকা আহমেদ সিমি ও জিএস পদে তাসফিয়া তাবাস্সুম, রহমতুন্নেসা হলে ভিপি পদে সাইফুন নাসিরা ও জিএস পদে হাবিবা আক্তার রিয়া, মন্নুজান হলে ভিপি সুমাইয়া জাহান ও জিএস তাসমেরি জাহান তন্বী, রোকেয়া হলে ভিপি অর্পণা হক মুগ্ধ ও জিএস মোসা. লায়লা খাতুন এবং তাপসি রাবেয়া হলে ভিপি মরিয়ম খাতুন ও জিএস তাওহিদা আক্তার বিজয়ী হয়েছেন। তারা সকলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী।
রেডিওটুডে নিউজ/আনাম