আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা অনেক সহজ হয়: সিইসি

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা অনেক সহজ হয়: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ১৬ নভেম্বর ২০২৫

Google News
আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা অনেক সহজ হয়: সিইসি

প্রার্থীরা আচরণবিধি পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে পারি এজন্য রাজনৈতিক দলগুলোসহ সবার সহযোগিতা জরুরি। প্রার্থী ও দলগুলো আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা অনেক সহজ হয়।

দলগুলোর সঙ্গে সংলাপ আরো আগেই শুরু করা দরকার ছিলো উল্লেখ করে সিইসি বলন, জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন।

ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার প্রয়োগ- সব ক্ষেত্রেই সময়সীমার মধ্যে সম্পন্ন করেছে, বলেন সিইসি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের