উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ২৫ নভেম্বর ২০২৫

Google News
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদে এ অনুমোদন দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী সপ্তাহেই আইন হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোট আইন আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে করবে।

এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের