শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

রাজপথ দখল করতে এলে বিএনপিকে গুঁড়িয়ে দেয়া হবে: কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
রাজপথ দখল করতে এলে বিএনপিকে গুঁড়িয়ে দেয়া হবে: কাদের

বর্তমান সরকার যদি অবৈধ হয় তাহলে তার কাছে বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন কেনো, জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম, একদফা দাবি আন্দোলনকে ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামাত জোট সরকারের সময় ১৯৯৫ ও ২০০৪ সালে কৃষক হত্যার স্মরণে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সারা দেশ থেকে আসা কৃষকলীগের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিএনপির আন্দোলনের নামে বিএনপি নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশের স্বাধীনতা, নিরাপত্তা, গণতন্ত্র, ভোটের অধিকার কোন কিছু নিরাপদ নয়। রাজপথ দখল করতে এলে বিএনপিকে গুঁড়িয়ে দেয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের। 

সমাবেশেও প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বেগম জিয়ার মুক্তি নিয়ে সরকারের কাছে আবেদন নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির আলটিমেটাম-আন্দোলনকে ভুয়া বলে আখ্যায়িত করেন।

বিএনপির রাজপথ দখল বা কোনরকম নৈরাজ্যের কড়া জবাব দেয়ার হুশিয়ারীও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনা ছাড়া কোন নির্বাচন নয় বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের